Announcement:

 WELCOME TO MOHONGONJ DEGREE COLLEGE      
Language:  

প্রতিষ্ঠানের ইতিহাস


সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে ‍’শাস’ ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।

১৯৯৩ সালে অত্র এলাকার পুরুষ ও নারী সহশিক্ষার উন্নয়নকল্পে মরহুম আব্দুর রশীদ (বিএসসি) স্যার এলাকার গণ্যমান্য বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গকে নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি  রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১১ নং গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ  গ্রামে বারনই নদীর পাশে একটি মনোরম পরিবেশে অবস্থিত।