Announcement:

 WELCOME TO MOHONGONJ DEGREE COLLEGE      
Language:  

                                                    সভাপতির বানী


মান-সম্মত শিক্ষা প্রাগ্রসর রাজশাহী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোহনগঞ্জ  ডিগ্রি কলেজ। ছায়াঘেরা সুনিবিড় কোলাহল মুক্ত পরিবেশে বাগমারা উপজেলায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি। বাগমারা উপজেলার পুরুষ ও নারী সহশিক্ষা বিস্তারে অগ্রগামী ভূমিকা পালন করে চলছে। "আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষার অনন্য প্রতিষ্ঠান" এ শ্লোগানটি কলেজের নিরন্তর এগিয়ে চলার মূল মন্ত্র। কলেজটি নারীশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সিঁড়ি হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক মন্ডলীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি সাফল্যের শিখর অভিমুখে ধাবমান। শিল্প-সাহিত্য ও খেলাধুলা চর্চার মাধ্যমে ভবিষ্যতে উন্নত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা এবং দেশি-বিদেশি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী ও শিক্ষকদের যোগাযোগের মাধ্যমে মানসম্মত শিক্ষাদান প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি  প্রত্যাশা করি। মানুষ গড়ার কারিগর, জাতি গঠনের হাতিয়ার এ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্রাজ্ঞ, দক্ষ শিক্ষক মন্ডলীরা শিক্ষার্থীদের সৃজনশীলতার উন্মেষসহ আত্মিকশক্তি অর্জন  করে জাতি গঠনে যুগান্তকারী ভূমিকা রাখছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমের উদ্বুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক উন্নত প্রজন্ম গঠনের ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। মোহনগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভনিং বডিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। অতীত ও বর্তমানের মতো ভবিষ্যতে ও এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।   


মোঃ রেজাউল করিম

সভাপতি

মোহনগঞ্জ ডিগ্রি কলেজ

বাগমারা, রাজশাহী